তন্ময় দেব,
শাল্লা প্রতিনিধি:
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের শাল্লায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি পি সি দাশ পীযুষের নেতৃত্বে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সকাল সাড়ে ৮ ঘটিকায় উপজেলা শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণে প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দসহ উপস্থিত ছিলেন । আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেয়ার দিন আজ।
১৯৭১ সালের এই দিনে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর, ত্রিশ লাখ শহিদের রক্ত এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিজয় অর্জন করেছিল বাংলাদেশ। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি পি সি দাশ পীযুষ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কালিপদ রায়, দিলোয়ার হোসেন তন্ময় দেব, মানবেন্দ দাশ, আশীষ চন্দ দাশ, রিপ্পী সুক্লবৈদ্য প্রমুখ। এসময় শাল্লা উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, স্কুল ও কলেজের শিক্ষক/ শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা শ্রদ্ধা নিবেদন করেন।