Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগতাহিরপুর থানা পুলিশের অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্যসহ ৩ চোরাকারবারি আটক

তাহিরপুর থানা পুলিশের অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্যসহ ৩ চোরাকারবারি আটক

বিশেষ প্রতিনিধি:::

সুনামগঞ্জের তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১ কোটি ১ লক্ষ ৭৩ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় কাপড় ও প্রসাধনী সামগ্রীসহ ৩ চোরাকারবারিকে গ্রেফতার করেন।

গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ২০২৩ খ্রি.) ভোড় সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানাধীন যাদুকাটা নদীর পাঠানপাড়া খেয়া ঘাট সংলগ্ন এলাকায় একটি নৌকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারের সাথে জড়িত তাহিরপুর থানার ঢালারপার গ্রামের মোঃ আঃ হাইয়ের ছেলে মোঃ ফারুক মিয়া (২০), লাউড়েরগড় গ্রামের মিরাস উদ্দিনের ছেলে মোঃ হাবিবুর (১৯) একই গ্রামের মৃত নুর সোবাহানের ছেলে মিরাস উদ্দিন (৫২)কে আটক করা হয়। আটককৃত আসামিদের কাছে থাকা একটি কাঠের তৈরি ইঞ্জিন চালিত নৌকায় তল্লাশি করে ভারতীয় ৩০৭ প্যাকেট থান কাপড়, ৮০ পিস শার্টের কাপড়, ১১০০০ পিস স্কিন সানরাইজ ক্রিম, ২৫৯২ পিস জনসন’স বেবি সোপ, ১০৫৬ পিস ফেম ক্রিম ব্লিচ, ২৪৫৭৬ পিস ভেসলিন স্ক্রিন প্রটেকশন জেলি, ১১৫২ পিস জনসন’স বেবি শ্যাম্পু, ২টি মোবাইলফোন ও চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১ লক্ষ ৭৩ হাজার ৭৬০ টাকা। ওই সময় গ্রেফতারকৃত আসামিরা জব্দকৃত ভারতীয় কাপড় ও প্রসাধনী সামগ্রী আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। গ্রেফতারকৃত আসামিগণ চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ভারতীয় কাপড় ও প্রসাধনী সামগ্রী বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments