Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেটহবিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

হবিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

 

 

রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধি

 

 

হবিগঞ্জে ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস জেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হয়েছে। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।

 

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, হবিগঞ্জ দিনের শুরুতে সদরের দুর্জয় হবিগঞ্জ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এতে অংশগ্রহণ করেন সম্মানিত দপ্তর প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারবর্গ, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

 

পরবর্তীতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন সম্মানিত অতিথিবৃন্দ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক জনাব দেবী চন্দ।

 

এর ধারাবাহিকতায় সন্ধ্যায় জেলার প্রাণকেন্দ্রে দুর্জয় হবিগঞ্জ এ আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে শহিদদের প্রতি সম্মান জানানো হয়। এসময় জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments