Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগশাল্লায় গনমাধ্যমকর্মী সন্দীপনের উপর সন্ত্রাসী হামলা

শাল্লায় গনমাধ্যমকর্মী সন্দীপনের উপর সন্ত্রাসী হামলা

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:::

সুনামগঞ্জের শাল্লায় দৈনিক ইত্তেফাক পত্রিকার শাল্লা উপজেলা প্রতিনিধি সন্দীপন তালুকদারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

১৩ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় ওই গণমাধ্যমকৃর্মী নিজ বাড়ি নতুন যাত্রাপুর গ্রামে এমন ঘটনা ঘটে। সন্দীপন তালুকদার নতুন যাত্রাপুর গ্রামের সীতেশ তালুকদারের বড় ছেলে।

খোঁজ নিয়ে জানা যায় ১৩ডিসেম্বর বুধবার রাত আনুমানিক ১০ টা দিকে খাবার খেয়ে সন্দীপন নিজ ঘর থেকে তার পাড়ায় পায়চারী করার সময় ৮ থেকে ১০ জনের একটি সঙ্ঘবদ্ধ চক্র সন্ত্রাসী কায়দায় হামলা চালায়।

হামলাকারীরা লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। পরে গুরুতর আহত অবস্থায় তার ছোট ভাই ঝুটন তালুকদার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ভোরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

এবিষয়ে আহত সন্দীপন তালুকদার বলেন রাতের খাবার খেয়ে বাইরে পায়চারী করার জন্য বের হয়েছিলাম। এসময় ওঁৎপেতে থাকা নতুন যাত্রাপুর গ্রামের হরিলাল দাস, নিহার দাস, বিভেস দাস, ব্রজবাসী দাস, রূপক দাস সবুজ দাস, রুবেল দাসসহ আরও তিনজন সঙ্ঘবদ্ধ আমার উপর হামলা চালায়। তবে কেনো তারা আমার উপর এভাবে হামলা করল আমি জানি না। এঘটনায় আইনের আশ্রয় নিবেন বলে জানান তিনি। অন্যদিকে হামলাকারীদের খোঁজ না পাওয়ায় তাদের মতামত নেয়া সম্ভব হয়নি।

এবিষয়ে শাল্লা থানার ওসি মিজানুর রহমান বলেন ঘটনার পরই পরই থানা থেকে আমাদের টিম গেছে। এখানে বেশ কয়েকটা বিষয় রয়েছে। এরমধ্যে জমি সংক্রান্ত বিষয় একটি। তবে আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে একজন সাংবাদিকের উপর হামলা চরম অন্যায় কাজ। এনিয়ে এখনও কোনো অভিযোগ পাইনি ও কাউকে গ্রেফতারও করা যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments