বিশেষ প্রতিনিধি:
সিলেটে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সিলেট মেট্রোপলিটন পুলিশ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুরে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-২ গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানার শ্রীরামপুর পয়েন্টে চেকপোস্ট করাকালে শাহপরাণ ব্রিজ অতিক্রম করে শ্রীরামপুর পয়েন্ট অভিমুখী একটি ড্রাম ট্রাককে থামানোর সিগন্যাল দেয়। ট্রাকটি সিগন্যাল অমান্য করে মোগলাবাজার ভগতিপুর আবাসিক এলাকা অতিক্রমকালে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর ট্রাকটি ফেলে রেখে ট্রাকের চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়।
ফেলে যাওয়া ট্রাকটি তল্লাশি করে ৩ হাজার ৫৮৮টি বিভিন্ন রকমের ভারতীয় শাড়ি, আনুমানিক মূল্য ১ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকা; ৩৮২টি শাল চাদর, আনুমানিক মূল্য ১৫ লাখ ২৮ হাজার টাকাসহ মোট ১ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়। এছাড়া এসব পণ্য ব্যবহারকারী ড্রাম ট্রাকটি জব্দ করা হয়। এ ব্যাপারে এসএমপি মোগলাবাজার থানার একটি মামলা করা হয়।