নিজস্ব প্রতিবেদক:::
নারায়ণগঞ্জে লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের জাকির হোসেন (১৯) নামে এক ব্যাক্তিকে হত্যা করা হয়েছে। মৃত ব্যাক্তির বাবা আদম বাদশা বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেন।
মামলাসুত্রে জানা যায়, লালমনিরহাট জেলার,আদিতমারি থানাধীন দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারি গ্রামের বাসিন্দা মো:আলম বাদশা,বর্তমান নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কদম রসুল কলেজ মাঠ(বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহর বাড়ির ভাড়াটিয়া)র ছেলে, মো: জাকির হোসেন (১৯)।
গত ২ মাস আগে নিজ বাড়ি থেকে বাবার বর্তমান ঠিকানায় বেড়াতে আসে। আলম বাদশা পেশায় একজন রিকশাচালক।তার ছেলে জাকির হোসেন গত ৬ ডিসেম্বর,২০২৩ইং বাবার অটোরিকশা নিয়ে বাসা থেকে বাহির হয়।কিন্তু আর বাসায় ফিরে আসে নি।
এরপর তার বাবা আত্মীয় স্বজন সকলের বাড়িতে ও বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তাকে আর খুঁজে পাননি।এমনকি তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে ১১ই ডিসেম্বর,২০২৩ইং দুপুর অনুমান ০৩.৩০ ঘটিকার সময় বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়নস্থ মোহনপুর কবরস্থান যাওয়ার রাস্তার দক্ষিন পাশে কলাগাছিয়া জামে মসজিদ এর ওয়াকফ করা জমির ছোট ডোবা যাহাতে অল্প পরিমান পানিতে একটি মৃত দেহ দেখতে পায়।
পরে আলম বাদশা আশপাশের লোকজনের মাধ্যমে জানিতে পারিয়া সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে তার ছেলের মৃত দেহ সনাক্ত করেন।বন্দর থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ এসে জাকির হোসেনের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করিয়া মৃত দেহ ময়না তদন্তের জন্য নারায়গঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করেন।
এ ব্যাপারে মামলার বাদী ও ভুক্তভোগী পিতা আলম বাদশাসহ তাদের পরিবার শোকে কাতর হয়ে দিশেহারা হয়ে আছেন।তিনি তার ছেলের হত্যাকারীদের খোঁজে বের করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।