Friday, November 8, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগগানে গানে ভ্যাট দেওয়ার আহ্বান মমতাজের

গানে গানে ভ্যাট দেওয়ার আহ্বান মমতাজের

 

বিনোদন ডেস্ক:

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। নির্বাচন নিয়ে তিনি যথেষ্ট ব্যস্ত সময় পার করছেন।

 

তবে এত ব্যস্ততার মধ্যেও নতুন একটি গানে কণ্ঠ দিতে মানিকগঞ্জ থেকে রামপুরা বনশ্রী এলাকার স্টুডিওতে এসেছেন মমতাজ। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে বাংলাদেশ ‘ভ্যাট’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে।ভ্যাট প্রদানে উদ্বুদ্ধ করতেই তার এই গান।

 

 

গত শুক্রবার রাতে সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ নাসের বাবুর স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন মমতাজ। গানটির কথা লিখেছেন তুষার মিজান। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে রোববার গানটি প্রকাশিত হয়েছে।

 

মমতাজ বলেন, ‘সচেতনতা তৈরির কোনো কাজের প্রস্তাব পেলে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। পরিবেশদূষণ, বাল্যবিবাহ, ট্রাফিক আইন মেনে চলাসহ সচেতনতা তৈরির কত ইস্যু নিয়ে যে গান গেয়েছি, তার হিসাব নেই। মানুষ ভালোবাসে, পছন্দ করে—তাই এসব কাজে আনন্দও লাগে। আমি মনে করি, শিল্পী হিসেবে আমাদের সামাজিক দায়িত্ব অন্য অনেকের চেয়ে বেশি। তাই দায়িত্ববোধের জায়গা থেকে এসব কাজ করে থাকি।

 

গানটির গীতিকার তুষার মিজান বললেন, এটাকে ত্রিপদী জারিগান বলে। ভ্যাটের টাকা দিয়ে রাষ্ট্রের কী কী উন্নয়ন হবে, সে কথাই আমি গানের কথায় তুলে ধরেছি। গানের বিষয়বস্তু যেহেতু স্পর্শকাতর, তাই গানটি লেখার সময় আমাকে অনেক কিছু ভাবতে হয়েছে। সারা দেশে গানটি সপ্তাহখানেক ধরে বাজবে। মানুষকে ভ্যাট প্রদানে উদ্বুদ্ধ করতে ও সচেতনতা তৈরিতে এমন আয়োজন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments