দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার- ছাতক) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমদ চৌধুরীর ‘এডিট’ করা নির্বাচনী হলফনামার অংশবিশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার রাত থেকে এ নিয়ে নানা আলোচনা চলছে।
ভাইরাল হওয়া ওই হলফনামার জাতীয় সংসদ নির্বাচনের কলামে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা)-এর পরে ‘নির্বাচনী এলাকা হইতে জাতীয় পার্টির প্রার্থীরূপে প্রতিদ্বন্দ্বিতা করিতে ইচ্ছুক’ লেখা রয়েছে। হলফনামার প্রথম পৃষ্টার এ অংশটি নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। অনেকে সত্য মিথ্যা যাচাইয়েরও চেষ্টা করছেন।
তবে নির্বাচন কমিশনে জমা দেওয়া শামিম আহমদ চৌধুরীর হলফনামায় দেখা গেছে, সংসদ নির্বাচনের কলামে ‘নির্বাচনী এলাকা নং-২২৮ সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) প্রার্থীরুপে প্রতিদ্বন্দ্বিতা করিতে ইচ্ছুক লেখা রয়েছে’। ‘জাতীয় পার্টি’ শব্দটির উল্লেখ নেই।
এ বিষয়ে শামিম আহমদ চৌধুরী জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকায় ও সিলেট থেকে প্রকাশিত দৈনিক একাত্তরের কথা । সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার উপজেলার প্রতিনিধিঃ আবু সালেহ মোঃ আলা উদ্দিন কে বলেন, একটি চক্র আমার জনপ্রিয়তা ও নির্বাচনী মাঠের অবস্থা দেখে অপপ্রচার শুরু করেছে। হলফনামা এডিট করে প্রচার করা হচ্ছে। আমি স্বতন্ত্র প্রার্থী, জাতীয় পার্টির কথা কোথায় থেকে আসবে। অপপ্রচারের পেছনে নৌকার প্রার্থী মুহিবুর রহমান মানিকের হাত রয়েছে বলে দাবি করেন শামিম আহমদ চৌধুরী ।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে নৌকার মনোনয়ন পান মুহিবুর রহমান মানিক। নির্বাচনে দলীয় মনোনয়নও চেয়েছিলেন শামিম আহমদ চৌধুরী। দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশনামতে, তিনি স্বতন্ত্র প্রার্থী হন। ইতোমধ্যে তার মনোনয়ন বৈধও হয়েছে। এ অবস্থায় কে বা কারা শুক্রবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে হলফনামার এডিট করা কপি প্রচার শুরু করে। এ ব্যাপারে ছাতক দোয়ারাবাজার আসনের নৌকার প্রার্থী মুহিবুর রহমান মানিক কে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি ।