দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা অফিস হল রুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
শনিবার (৯ডিশেম্বর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম ও গৌছুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী সাইফুল ইসলাম শামিম, এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা নির্বাহী অফিসার নেহার নিগার তনু তিনি বলেন সবচাইতে বেশি দুর্নীতির সাথে জরিত রয়েছেন শিক্ষা ডিপার্টমেন্ট,তিনি আরোও বলেন,শিক্ষা ডিপার্টমেন্ট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার ভূমি ফজলে রব্বানী চৌধুরী, তিনি বলেন দুর্নীতি ঠেকাতে হবে এবং সাংবাদিকদের উল্লেখ করে বলেন,সকল সেক্টর কে দুর্নীতি থেকে বিরত থাকতে হবে তাহলে দুর্নীতি থেকে সাধারণ মানুষ রক্ষা পাবেন। এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার ওসি তদন্ত,শামছ উদ্দিন খান
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালেহা বেগম দোয়ারাবাজার থানার,দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী সাইফুল ইসলাম শামিম,সহসভাপতি জুনাব আলী,সহকারী শিক্ষক নজির হোসেন,
মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি এনামুল হক,ইসলামী ফাউন্ডেশের মডেল কেয়ার্টেগার মাও জিয়া উদ্দিন,
এখলাছুর রহমান,সহসভাপতি আবদুল মুছব্বির,সদস্য আব্দুল আওয়াল মাহমুদুর রহমান সালাহ উদ্দিন নানু কাজী শহিদুল ইসলাম প্রমুখ।