গোয়াইনঘাট প্রতিনিধি মতিউর রহমান (দুলাল)::
জয়িতা তুমার জীবন সংগ্রামে নানা প্রতিকুলতা আর বাধাবিপত্তি অতিক্রম করে অর্থনৈতিক ও চাকুরী ক্ষেত্রে সফলতা অর্জনে উপজেলার শ্রেষ্ঠ জয়ীতা পদক পেলেন গোয়াইনঘাটে জাহানারা ও পরতেঙ্গা। বেগম রোকিয়া দিবসে তাদের এই সম্মনানা প্রাদন করা হয়।
অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হচ্ছেন উপজেলার নিজধরগ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী জাহানারা বেগম এবং চাকুরী ক্ষেত্রে সফল নারী হলেন হাদারপার গ্রামের ভবেশ বিশ্বাসের স্ত্রী পরতিঙ্গা রানী বিশ্বাস।
৯ ডিসেম্বর গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় তাদের জয়ীতা নারীর সম্মাননা দেয়া হয়। সকাল ১১টায় উপজেলা কনফারেন্সের হলে ভার প্রাপ্ত ইউএনও তানভীর হোসেনের সভাপতিত্বে শামীম আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিদায়ী ইউএনও তাহমিলুর রহমান।
তিনি বলেন আমাদের মায়েরা সমাজের সর্বক্ষেত্রে অগ্রনী ভূমীকা পালন করছেন। এই এলাকায় পিছিয়ে থাকলে চলবে না। শিক্ষা অর্জন করে নিজ অধিকার আাদয় করতে হবে। সকল প্রতিকুলতার মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। সভায় উপস্থিত ছিলেন নারী নেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, প্রশিক্ষক রহমত উল্ল্যাহ সাংবাদিক আব্দুল মালিক, দুপ্রক সভাপতি ইউছুফ কামাল, মা ও শিশু সহায়তা কর্মসূচি এনডিপি প্রজেক্টের দীপায়ন দাস, হুমায়ূন কবির, কিশোর কিশোরী ক্লাবের ছাত্র ছাত্রী সহ ও স্হানীয় সাংবাদিকবৃন্দ।
পরে অতিথিরা জয়ীতা নারীদের সম্মানা ক্রেস্ট ও সনদ প্রদান করেন। সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ ও অতিথিদের নেতৃত্বে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকল কর্মসূচীতে উপজেলার নারী সংগঠনের নেতৃবৃন্দ সরকারী কর্মকর্তা কর্মচারী এনজি প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।।