Friday, November 8, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগসুনামগঞ্জ ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শামীম আহমদ চৌধুরীর গণসংযোগ

সুনামগঞ্জ ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শামীম আহমদ চৌধুরীর গণসংযোগ

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্ৰহন করেন ।

৮ই ডিসেম্বর শুক্রবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ও পান্ডার গাঁও ইউনিয়নের প্রতিটি বাজারে গনসংযোগ করেন এবং সকল শ্রেণী পেশার লোকজনকে নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন। পান্ডারগাও ইউনিয়নের ঐতিহাসিক শ্রীপুর বাজারে হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ কৃষক লীগ এর যৌথ উদ্যোগে আজমান আলী আগনের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম ও মাষ্টার আসকর আলী পরিচালনায় বক্তব্য রাখেন

মতবিনিময় সভায় সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী বলেন-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এলাকার সকলকে নিয়ে মতবিনিময় করতে বসেছি। আপনারা যদি মতামত দেন আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্ৰহন করব।আর যদি মতামত না দেন তাহলে আমি নির্বাচন করব না।তখন স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত সকলেই হাত উঠিয়ে উনাকে সমর্থন জানায়।

তখন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন

এই আসনে আপনাদের সহযোগিতা ও অক্লান্ত

চেষ্টায় নির্বাচনী এলাকায় জোয়ার উঠেছে এবং আপনাদে এলাকার সকল শ্রেণী পেশার লক্ষ লক্ষ মানুষের অকৃত্রিম ভালবাসার প্রতি চিরকৃতজ্ঞ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক আমি পাইনি।তবে নির্বাচন করতে কোন বাধা নিষেধ না থাকায় আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ পেয়েছি।এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত প্রচেষ্ঠায় বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নির্বাচনে অংশ নিতে চাইছি।তিনি আরো বলেন সুনামগঞ্জ ৫ এলাকার উন্নয়ন কর্মকান্ডের রাস্তা ঘাটের মে বেহাল দশা কাজগুলো সম্পন্ন করা ও সন্ত্রাস,দুর্নীতি,চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লক্ষে আমি শামীম আহমদ চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে স্বতন্ত্র প্রার্থী ঘোষনা করছি।

এরিমধ্যে আমার অনেক নেতাকর্মী আমি সংসদ নির্বাচনে অংশ নেবনা ভেবে বিভিন্ন পথ ধরে হাটছে।আমি অবশ্যই বিশ্বাস করি তারা তাদের মতো করে আমার পক্ষে স্বতন্ত্র নির্বাচনে অংশ নিবেন এটাই আমার প্রত্যাশা।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামী লীগের নেতা আকমল হোসেন সজল বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আহমদ চৌধুরী দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম দোয়ারাবাজার উপজেলার ছাত্রলীগে সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও মাওলানা আব্দুল মজিদ এবং পান্ডারগাও ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিকলীগের নেতৃবৃন্দ ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments