খেলাধুলা প্রতিদিন:
গত শনিবার সিলেটে শেষ হয় নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সিলেট টেস্টে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ ক্রিকেট দল।
সিলেট টেস্টে কিউইদের ১৫০ রানের ব্যবধানে হারায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সেঞ্চুরি তুলে নেন শান্ত।
১০টি বাউন্ডারির সাহায্যে ১০৫ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন। এই সেঞ্চুরিতেই আইসিসির টেস্ট র্যাংকিংয়ে ক্যারিয়ারের সেরা পজিশনে উঠে গেছেন শান্ত। বাঁহাতি এই তারকা ব্যাটসম্যান এগিয়েছেন ১৩ ধাপ।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যানের অবস্থান ৪২ নম্বরে, এটি তার ক্যারিয়ার সেরা র্যাংকিং।
সিলেট টেস্টে এক ফিফটিতে ৭৯ রান করে চার ধাপ এগিয়ে ২০ নম্বরে পজিশনে উঠে এসেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে আগের মতো শীর্ষে তিনে জায়গা ধরে রেখেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।
বোলারদের মধ্যে শীর্ষ দুইয়ে ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।