Friday, November 8, 2024
Homeঅন্যান্যবিজ্ঞানমাধ্যমিকে নতুন শিক্ষাক্রমের শিক্ষক প্রশিক্ষণ স্থগিত

মাধ্যমিকে নতুন শিক্ষাক্রমের শিক্ষক প্রশিক্ষণ স্থগিত

 

নিজস্ব প্রতিবেদক:

আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হতে যাচ্ছে। এর আলোকে সারা দেশের সংশ্লিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণের ঘোষণা দিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী শনিবার থেকে প্রশিক্ষণ শুরু হওয়ার কথা থাকলেও এক বিজ্ঞপ্তির মাধ্যমে মাউশি এই প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত করেছে।

 

আজ বুধবার মাউশির বিভিন্ন অঞ্চলের শিক্ষা অফিসারদের অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

 

 

শিক্ষা অফিসারদের অফিস আদেশে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত শিক্ষক প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানান, প্রশিক্ষণটি আপাতত স্থগিত করা হয়েছে। সারা দেশ থেকে যেসব শিক্ষক প্রশিক্ষণে অংশ নেবেন, তাদের যাচাই-বাছাইয়ের কাজ এখনো শেষ হয়নি। দ্রুত এসব কাজ শেষ করে প্রশিক্ষণের পরবর্তী সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

 

 

নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ প্রকল্পের পরিচালক মাহফুজ আলী বলেন, এই শিক্ষাক্রমের অধীনে চার লাখ ২৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ নিতে সারা দেশ থেকে আবেদন করেছেন পাঁচ লাখের বেশি শিক্ষক। আবেদনগুলো অধিকতর যাচাইয়ের জন্য কিছুটা বিলম্ব হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments