Friday, November 8, 2024
Homeঅন্যান্যকৃষিবানিয়াচংয়ে আমনের অধিক ফলনে কৃষকের মুখে হাসি

বানিয়াচংয়ে আমনের অধিক ফলনে কৃষকের মুখে হাসি

 

শাহ সুমন, বানিয়াচংঃ

অনুকূল আবহাওয়ার কারণে বানিয়াচংয়ে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। বৃষ্টির‌ পানিতে কিছুটা কয়ক্ষতি হলেও, গেছে বছরের তুলনায় বানিয়াচং উপজেলায় আমন ধান ভালো হ‌ওয়ায় কৃষকের মুখে ফুটে উঠেছে হাসি। উপজেলা জুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ধান কাটা ও মাড়াই। আশানুরূপ ফলনে কৃষককূলে বিরাজ করছে উৎসবের আমেজ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, জানান উপজেলায় এবছর ৯০০০ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হকের প্রচেষ্টায়, স্বল্প জীবনকালীন উচ্চ ফলনশীল জাত ব্যাপক ভাবে বিসৃতি লাভ করছে।এর মধ্যে রয়েছে ৯৫.ব্রি ধান‌ ৭৫.ব্রি ধান, ৪৯.বিনা ধান ১৭ ও ১১ বিনা ধান, সরেজমিনে দেখা যায়, উপজেলার মাঠে মাঠে আমন ধান কাটার ধুম পড়েছে। বেশির ভাগ জমিতে কম্বাইনহারভেস্টার (ধান কাটার যন্ত্র) দিয়ে ধান কাটতে দেখা যায়। এক‌ই যন্ত্রে হচ্ছে কাটা, মাড়াই- ঝাড়াই সব। জমি থেকেই বস্তাবন্দি করে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষক। কিছু কিছু এলাকায় শ্রমিক দিয়ে কাটানো হচ্ছে ধান। বানিয়াচং উপজেলার সফল কৃষক মোঃ আশরাফুল জানান এ বছর অনুকূল আবহাওয়া কারণে পোকা আক্রমণ ও রোগবালাই কম হ‌ওয়ায় অধিক ফলন হয়েছে।যদি ভালো দাম পাওয়া যায়। চাহিদা ও খরচ পুষিয়ে লাভ হবে। এ বিষয়ে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক বলেন, সম্পূর্ণ আমন মৌসুম ভালো ফসল উৎপাদনের জন্য অনুকূলে ছিল। এবার আমনের বাম্পার ফলন হয়েছে। এছাড়াও আগাম আমন ধান কেটে সটিক সময়ে রবি শস্য চাষাবাদ করা সম্ভব হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments