বিশেষ প্রতিনিধি:
সরকারের পদত্যাগের এক দফাসহ বিভিন্ন দাবিতে বুধবার থেকে আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। আজ সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
একদিনের বিরতি দিয়ে আগামী বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দশম দফার এ অবরোধ কর্মসূচি পালন করবেন দলটির নেতাকর্মীরা। মাঝে শুক্র ও শনিবার দুইদিনের বিরতি দিয়ে আগামী রোববার সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।
একই কর্মসূচি ঘোষণা করেছে সমমনা গণতন্ত্রমঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণঅধিকার পরিষদ, বাম গণতান্ত্রিক ঐক্য, গণফোরাম ও পিপলস পার্টিসহ সমমনা দল ও জোট। যুগপৎ আন্দোলনে না থাকলেও জামায়াতে ইসলামী একই কর্মসূচি ঘোষণা করেছে।
২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে হামলা, হত্যার প্রতিবাদ, সরকার পদত্যাগের এক দফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর এবং ১৯ নভেম্বর দুই দফায় সারাদেশে ৪ দিন হরতাল এবং নবম দফায় পর্যায়ক্রমে ১৮ দিন অবরোধ কর্মসূচি পালন করে।
আজ বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম, খুন, গায়েবি মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির দলীয় নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সমন্বয়ে ঢাকাসহ সারাদেশের জেলা সদরে ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।