Sunday, November 24, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগবানিয়াচং‌ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

বানিয়াচং‌ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

শাহ সুমন,(বানিয়াচং প্রতিনিধি):::

হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমবাগান প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) দুপুর বারোটায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আমীর হোসেন (মাস্টার) সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আঙ্গুর মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আবু জাহির এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র ও যুগ্ম সাধারণ সম্পাদক‌ আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজবা উদ্দিন ভূঁইয়া, জেলা সহ-সভাপতি শেখ শামসুল হক , জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ লুৎফুর রহমান , জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রেজাউল মোহিত খান, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য মর্তুজা হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খাঁন, আমন্ত্রিত অতিথি ব্যারিষ্টার মোঃ ইফাত জামিল, চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ধন মিয়া,চেয়ারম্যান মিজানুর রহমান, মোঃ আরফান, কুরাইশী মক্কী, প্রমূখ। বক্তারা বলেন ৫২ বছর আগে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্ব‌ভোম বাংলাদেশের অভ্যুদয় বাঙ্গালী জাতিকে এনে দিয়েছিল আত্বপরিচয়ের ঠিকানা। আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরন করে দেশের বীর সন্তানদের একাত্তরের ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘একাত্তরের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, বলে জাতিকে লড়াইয়ের ডাক দিয়েছিলেন। তাই ঐক্য বদ্ধ হয়ে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে পূর্ণরায় নির্বাচিত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments