Sunday, November 24, 2024
Homeরাজনীতিহবিগঞ্জে ৪আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪০জন প্রার্থী!

হবিগঞ্জে ৪আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪০জন প্রার্থী!

 

রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের ৪টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪০ জন প্রার্থী। বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা জেলা রিটানিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। হবিগঞ্জ-১ আসনে ৮ জন, হবিগঞ্জ-২ আসনে ১১ জন, হবিগঞ্জ-৩ আসনে ১১ জন ও হবিগঞ্জ-৪ আসনে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। হবিগঞ্জ জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়
সূত্রে জানা যায়।

হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল)আসনে ৮প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, তারা হলেন- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ, জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মোঃ হারিছ মিয়া, ইসলামী ঐক্যজোট বাংলাদেশের মোস্তাক আহমেদ ফারকানী, কৃষক-শ্রমিক-জনতা লীগের মোঃ নুরুল হক, জাকের পার্টির ইয়াসমিন আক্তার মুন্নি, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ১১জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. আব্দুল মজিদ খান, স্বতন্ত্র প্রার্থী মুশতাক আহমেদ, কৃষক-শ্রমিক-জনতা লীগের এডভোকেট মনমোহন দেবনাথ, ইসলামী ঐক্যজোটের শেখ হিফজুর রহমান, জাতীয় পার্টির শংকর পাল, তৃণমুল বিএনপি’র খায়রুল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর এসএএম সোহাগ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হামিদ, তৃণমুল বিএনপি’র মো. ছাদিকুর মিয়া তালুকদার, বাংলাদেশ কংগ্রেস এর মো. জিয়াউর রশিদ।

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।তারা হলেন- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. আবু জাহির, জাতীয় পার্টি মনোনীত আব্দুল মুমিন চৌধুরী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. আদম আলী ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর মো. বদরুল আলম সিদ্দিকী, ন্যাশনাল পিপলস পার্টির মো. আ. কাদির, স্বতন্ত্র আশরাফ উদ্দিন আহমেদ, জাকের পার্টির মো. আনছারুল হক, ইসলাম ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ কংগ্রেস এর মো. নোমান হাছান, বাংলাদেশ জাতীয় কংগ্রেস এর মোছা. সায়েমা বেগম, মুক্তি জোট (জেডিপি) এর মো. শাহীনুর রহমান।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এডভোকেট মো. মাহবুব আলী, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক, বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো. আল আমিন, ইসলামী ঐক্যজোট বাংলাদেশের আবু ছালেহ, জাতীয় পার্টির আহাদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর মো. মোখলেছুর রহমান, জাকের পার্টির সৈয়দ আবুল খায়ের, স্বতন্ত্র মো. জামাল হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আব্দুল মমিন, বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যজোটের মো. রাশেদুর ইসলাম খোকন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments