Sunday, November 24, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগমিসবাহ সিরাজের গাড়িবহরে ককটেল হামলা

মিসবাহ সিরাজের গাড়িবহরে ককটেল হামলা

সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের গাড়িবহরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মনোনয়নপত্র দাখিল করে বাসায় ফেরার পথে দরগাহ গেইট এলাকায় তার গাড়ি বহরে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

সিলেট-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বুধবার তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বৃহস্পতিবার তিনি তার অনুসারীদের নিয়ে শোডাউন করে রিটার্নিং অফিসারের কাছে (জেলা প্রশাসক কার্যালয়ে) মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা শেষে ফের শোডাউন করে বাসায় ফেরার সময় দরগাহ গেইট এলাকায় তার গাড়িবহর লক্ষ্য করে দুর্বৃত্তরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে তার অনুসারীরা দুর্বৃত্তদের ধাওয়া দিলে পালিয়ে যায়।

সিলেট কোতোয়ালী থানার ওসি মো. আলী মাহমুদ জানান, মিসবাহ সিরাজের গাড়িবহরে ককটেল বিস্ফোরণের খবর তারা পেয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments