Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জ-২ আসনে মনোনয়ন দাখিল করলেন নৌকার প্রার্থী ময়েজ উদ্দিন

হবিগঞ্জ-২ আসনে মনোনয়ন দাখিল করলেন নৌকার প্রার্থী ময়েজ উদ্দিন

শাহ সুমন,(বানিয়াচং প্রতিনিধি):::

হবিগঞ্জ-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। সংসদীয় আসনে নির্বাচনের লক্ষ্যে উৎসব মুখর পরিবেশে স্হানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ও নির্বাচন কমিশন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন এর নিকট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, মনোনয়ন ফরম দাখিল করেন। মনোনয়ন পত্র দাখিলের সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৩ সহস্রাধিক কর্মী সমার্থক ভীড় জমায়। এ সময় তার সমর্থকরা নৌকা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখেন পুরো উপজেলা পরিষদ চত্বর।

এসময় ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন ‘একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা দেশের উন্নয়ন করে যাচ্ছেন। আমি শতভাগ আশাবাদী বানিয়াচং – আজমিরীগঞ্জের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয় উক্ত করবেন। মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বীরমুক্তি যোদ্ধা আমীর হোসেন (মাস্টার), সাধারণ সম্পাদক আগুর মিয়া, জেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি এডঃ লুত্ফুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসান, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, এডঃ মুর্শেদুজ্জামান লুকু, এডঃ আসাদুজ্জামান তুহিন, বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ম‌ওদুদ আল মাহমুদ, জেলা পরিষদের মেম্বার ইমরান মিয়া, যুবলীগের সভাপতি মোঃ লেখাছ মিয়া, যুবলীগের সহ-সভাপতি মোঃ মাসুদ খান,যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সদস্য, মাসুদ মিয়া মিঠুন, জসিম উদ্দিন, আলমগীর রেজা, ইউনিয়ন আওয়ামী লীগের। যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খাঁন,ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দিলসাদ আহমেদ, প্রমূখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments