দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:::
সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারাবাজার আসনে মনোনয়নপত্র দাখিল করলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক
সুনামগঞ্জ-৫ (ছাতক দোয়ারাবাজার) আসনে
বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক নির্বাচনী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৩ টায়
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম মিনা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও লক্ষিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল হক, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, দোহালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি কমিটির সদস্য কাজী আনোয়ার মিয়া আনু দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ, বোগলা বাজার ইউনিয়নের চেয়ারম্যান মিলন খান, মান্নার গাও ইউনিয়নের চেয়ারম্যান মো. ইজ্জত আলী, বোগলা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. রফিক উদ্দীন, যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম, আনোয়ার হোসেন, যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আবুল মিয়া, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড সভাপতি মো. বশির উদ্দিন দোয়ারাবাজার সদর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মেম্বার মোঃ মিজানুর রহমান মিজু সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিল শেষে উপজেলা পরিষদ চত্বরে তিনি বলেন আমি মনোনয়নপত্র দাখিল করেছি। আমাকে দলীয় মনোনয়ন দেওয়ায় দলের সভাপতিও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার দলের প্রতি কৃতজ্ঞ।