বিশেষ প্রতিনিধি::
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সম্প্রতি চোরের উপদ্রব আশংখাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। উপজেলার শিবপাশায় একরাতে তিন বাড়ীতে চুরি সংগঠিত হয়েছে। অপরদিকে আজমিরীগঞ্জ ১ নং সদর ইউনিয়নের বিরাট গ্রামে কোন না কোন বাড়ীতে প্রতিরাতেই হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। এলাকায় সম্প্রতি চোর আতংক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ ১ নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট গ্রামে প্রতিরাতে কোন না কোন বাড়ীতে হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। এদিকে গত শনিবার আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামের বাসিন্দা আবু হারিছ মিয়ার গোয়ালঘরের দরজা কৌশলে খুলে একটি ষাড় চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য অনুমানিক ২ লক্ষ টাকা।
একই রাতে ওই গ্রামের বাসিন্দা নূর মিয়ার গোয়ালঘরের দরজা খুলে একটি ষাড় চুরি করে নিতে গেলে, শব্দ পেয়ে বাড়ির লোকজন ঘুম থেকে জেগে উঠে। পর দূর্বৃত্তরা ষাড় ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। এদিকে একই রাতে এলাকার যশকেশরী গ্রামের বাসিন্দা মোস্তফা কামালের দোকান ঘরের দরজা কৌশলে খুলে কমপ্রেশার মেশিন সহ নানা ধরণের ইলেকট্রনিক সামগ্রী চুরি করে নিয়ে যায়।
যার অনুমানিক মূল্য ২০ হাজার টাকা। অপরদিকে গত কয়েকদিন পূর্বে একই এলাকার নূরপুর জামে মসজিদ থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা। তার কোন সন্ধান করতে পারেনি এলাকার লোকজন। তাই পুলিশী টহল বাড়ানোর দাবি জানিয়েছে এলাকাবাসী।