Sunday, November 24, 2024
Homeনির্বাচনস্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ব্যারিস্টার সুমন

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ব্যারিস্টার সুমন

 

জ্যেষ্ঠ প্রতিবেদক::

আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সামাজিক কাজ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচিত সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

গত রোববার (২৬ নভেম্বর) মনোনয়ন বঞ্চিত হয়ে এ ঘোষণা দেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাতীয় সংসদের ২৪২ নম্বর আসনে (হবিগঞ্জ-৪; চুনারুঘাট-মাধবপুর) আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মাহবুব আলী। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। বর্তমানে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments