Sunday, November 24, 2024
Homeশিক্ষাদোয়ারাবাজারে মুসলিম চ্যারিটি'র প্রতিনিধি দলের লামাসানিয়া দাখিল মাদরাসা শিক্ষার মানোন্নয়ন কার্যক্রম পরিদর্শন 

দোয়ারাবাজারে মুসলিম চ্যারিটি’র প্রতিনিধি দলের লামাসানিয়া দাখিল মাদরাসা শিক্ষার মানোন্নয়ন কার্যক্রম পরিদর্শন 

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::

যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা মুসলিম চ্যারিটি’র প্রতিনিধি দল দোয়ারাবাজার উপজেলার লামাসানিয়া দাখিল মাদরাসা’র সপ্তম শ্রেণির ডিজিটাল প্রযুক্তির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন উৎসব এবং শিক্ষার মানোন্নয়ন কার্যক্রম সরজমিন পরিদর্শন করেছেন।

 

রোববার (২৬ নভেম্বর) সকালে লামাসানিয়া দাখিল মাদরাসার শিক্ষার মানোন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্টল পরিদর্শন করেন, দাতা সংস্থা মুসলিম চ্যারিটি’র কান্ট্রি কো-অর্ডিনেটর (বাংলাদেশ) মো.ফজলুল করিম, এনজিও সংস্থা ইরার সুনামগঞ্জ জেলা প্রোগ্রাম ডাইরেক্টর মো. আশিকুর রহমান, ফজলুর রহমান, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, লামাসানিয়া দাখিল মাদরাসা’র ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদ মিয়া, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন, মাস্টার আবুল কালাম, ফিরোজ মিয়া, পাভেল আহমদ প্রমুখ। এসময় দাতা সংস্থা মুসলিম চ্যারেটির প্রতিনিধি দল সপ্তম শ্রেণির ডিজিটাল প্রযুক্তির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন উৎসব এবং শিক্ষার্থীদের কমন রুম, ওয়াশ রুম, ভবন সংষ্কার, বারান্দা নির্মাণ, মাটি ভরাটসহ শিক্ষার মানোন্নয়নের কাজ পরিদর্শন করেন।

 

দাতা সংস্থা মুসলিম চ্যারিটির কান্ট্রি কোঅর্ডিনেটর (বাংলাদেশ) মো.ফজলুল করিম বলেন, যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা মুসলিম চ্যারিটি শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের অংশ হিসেবে লামাসানিয়া দাখিল মাদরাসা ও সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছি। ইতোমধ্যে সংস্থাটির উদ্যোগে ও এনজিও সংস্থা ইরার সহযোগিতায় সুনামগঞ্জে ‘শিশু পরিবার’ এবং দোয়ারাবাজার উপজেলার পশ্চিম মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments