Friday, November 8, 2024
Homeআন্তর্জাতিকপিএসএল ড্রাফটের সর্বোচ্চ ক্যাটাগরিতে সাকিব আল হাসান

পিএসএল ড্রাফটের সর্বোচ্চ ক্যাটাগরিতে সাকিব আল হাসান

 

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী আসরের খেলোয়াড়দের নিলাম হতে পারে আগামী ১৪ ডিসেম্বর। তার আগে অবশ্য ড্রাফটে নাম দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পিএসএল কর্তৃপক্ষ। যেখানে সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

 

ড্রাফটে ছয় ক্যাটাগরিতে ৪৯৩ বিদেশি খেলোয়াড়কে রাখা হয়েছে। বাংলাদেশি খেলোয়াড় আছেন ২৮ জন। সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে আছেন একমাত্র সাকিবই।

 

 

অর্থাৎ কোনো ফ্র্যাঞ্চাইজি ৩৬ বছর বয়সি অলরাউন্ডারকে কিনতে চাইলে কমপক্ষে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার দিতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা।

 

ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬০ হাজার ডলার (প্রায় ৬৬ লাখ টাকা)।

 

অন্য চার ক্যাটাগরি গোল্ড, সিলভার, ইমার্জিং ও সাপ্লিমেন্টারিতে বাংলাদেশের কারা আছেন, সেই তালিকা প্রকাশ করা হয়নি।

 

এর আগেও তিন মৌসুম পিএসএলে খেলেছেন সাকিব। ২০১৬ সালে টুর্নামেন্টের প্রথম মৌসুমে খেলেছেন করাচি কিংসের হয়ে। ২০১৭ এবং এ বছর ছিলেন পেশোয়ার জালমিতে। গত ফেব্রুয়ারিতে বিপিএলে তার দল ফরচুন বরিশাল এলিমিনেটর থেকে বাদ পড়লে ‘রিজার্ভ সাপ্লিমেন্টারি পিক’ হিসেবে পেশোয়ারে নাম লেখান। কিন্তু দলটির হয়ে এক ম্যাচ খেলেই পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব।

 

বরাবরের মতো এবারও পিএসএলের সূচি বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক। পিএসএল শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি, বিপিএল শেষ হবে ১৯ ফেব্রুয়ারি। পুরোপুরি সেরে উঠলে এবারের বিপিএলে সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। রংপুর প্লে–অফে উঠলে স্বাভাবিকভাবেই পিএসএলের শুরুর দিকে খেলতে পারবেন না।

 

আবার বিপিএল শেষেই ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আছে বাংলাদেশের। সিরিজটি আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় লংকানদের বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে মার্চের আগে হয়তো তাকে পিএসএলে দেখা যাবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments