Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগবানিয়াচংয়ে বিনামূল্যে বোরো ধান উফশী প্রণোদনা কর্মসূচী উদ্বোধন

বানিয়াচংয়ে বিনামূল্যে বোরো ধান উফশী প্রণোদনা কর্মসূচী উদ্বোধন

শাহ সুমন,(বানিয়াচং) প্রতিনিধি:::

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৭১০০শ ক্ষুদ্র- প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় শনিবার (২৫ নভেম্বর) দুপুর বারোটায় বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অলক কুমার চন্দ, উপ সহকারী মোঃ আলী হায়দার, উপ সহকারী নাসিরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশাহেদ মিয়া, নূরুল ইসলাম, তাপস হোম, আক্তার হোসেন আলহাদী, প্রমূখ।

জানা গেছে ৭১০০শ জন ক্ষুদ্র- প্রান্তিক কৃষকদের মাঝে জন প্রতি বিনামূল্যে বীজ-৫ কেজি, সার ২০ কেজি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক বলেন এবছর ২৮,২৯, ধান পরিবর্তে ৮৮,৮৯,৯২,৯৬, ধান চাষাবাদ করার পরামর্শ দেন কৃষকদের।।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments