Friday, November 8, 2024
Homeঅন্যান্যকৃষিশ্রীমঙ্গলে আধুনিক যন্ত্র কম্বাইন হার্ভেস্টার দিয়ে কৃষকের জমির ধান কাটা শুরু করা

শ্রীমঙ্গলে আধুনিক যন্ত্র কম্বাইন হার্ভেস্টার দিয়ে কৃষকের জমির ধান কাটা শুরু করা

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গলে রোপা আমন ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে এখন হাসি। তবে শ্রমিক সংকট থাকায় কৃষকরা সময়মতো মাঠ থেকে ধান ঘরে তুলতে পারেন না। শ্রমিক সংকট নিরসনে কৃষি বিভাগের তত্ত্বাবধানে কৃষকদের উৎসাহী ও যান্ত্রিক নির্ভর করতে শ্রীমঙ্গলে আধুনিক যন্ত্র কম্বাইন হার্ভেস্টার দিয়ে কৃষকের জমির ধান কাটা শুরু করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলা কৃষি পূর্ণবাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

উপজেলার কালাপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামে খরিপ-২, ২০২৩-২৪ মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে রোপাআমন ধানের সমলয়ে চাষাবাদ (Synchronize Caltivation) এর নিমিত্ত কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় কম্বাইন হার্ভেস্টার যন্ত্রের সাহায্যে শস্য কর্তন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, কালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে কালাপুর ইউনিয়নের নারী- পুরুষ ইউপি সদস্যসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments