Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগআজমিরীগঞ্জে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনতা সেবা সপ্তাহের উদ্ভোদন

আজমিরীগঞ্জে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনতা সেবা সপ্তাহের উদ্ভোদন

 

বিশেষ প্রতিনিধি::

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনতা সেবা সপ্তাহ ১০২৩ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হোসেন ‘ র সভাপতিত্বে কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৮ নভেম্বর থেকে ২৪ নভেম্বর চলবে এ সেবা সপ্তাহ। ডাঃ ইকবাল হোসেন বলেন এই অনিয়মিত এন্টিবায়োটিক যে আমাদের কি ধরনের ক্ষতি করছে সবাই তা কল্পনাও করতে পারবে না।

কিছুদিন পরে দেখা যাবে আমাদের শরীরে এন্টিবায়োটিকের কোন ডোজই কাজ করছে না। তিনি বলেন লোকাল ফার্মেসী থেকে সাধারণ মানুষ বুঝে না বুঝে এন্টিবায়োটিক নিয়ে নিয়মিত কোর্স না কমপ্লিট করার কারনে এই রেজিষ্ট্যান্স তৈরী হয়। এ বিষয়ে সবাইকে সচেতন হয়ে অন্যকে সচেতন করার আহবান জানান এই কর্মকর্তা। এক প্রশ্নের জবাবে ডাঃ ইকবাল হোসেন বলেন আমরা আপাতত জনসচেতনতা সৃষ্টি করে যাচ্ছি কিন্তু আমরা শীগ্রই মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো। আলোচনা সভার আগে একটি র‍্যালী হাসপাতালের সড়ক প্রদক্ষিণ করে ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ সোহরাব হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, স্যানেটারী কর্মকর্তা আমজাদ হোসেন সহ অন্যান্য মেডিক্যাল অফিসার, নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments