Sunday, November 24, 2024
Homeবিনোদনফেইসবুকে ক্ষমা চেয়ে পোস্ট করার কিছুক্ষন পরে পোস্ট ডিলেট করে সমালোচনার শিকার:...

ফেইসবুকে ক্ষমা চেয়ে পোস্ট করার কিছুক্ষন পরে পোস্ট ডিলেট করে সমালোচনার শিকার: তিশা

 

বিনোদন প্রতিবেদক :

একজন বিনোদন সাংবাদিকের কাছে অসদাচরণের কারণে টিভি অভিনেত্রী তানজিন তিশার ওপর ফুঁসে ওঠেছিলেন দেশের বিনোদন সাংবাদিকরা। অবস্থা খারাপ হওয়ার আগেই তিনি নিজের ফেসবুকর সাংবাদিকদের কাছে ক্ষমা চান তিনি। পাশাপাশি তার অভিনয় জীবনে এগিয়ে যাওয়ার পেছনে সংবাদমাধ্যমের অবদান থাকার কথাও স্বীকার করেন তিশা। কিন্তু মাত্র তিন ঘন্টার ব্যবধানে সেই পোস্ট ডিলেট করে তিনি আবারও সমালোচনা ও বিতর্কের মধ্যে পরেছেন।গত শনিবার দুপুরে পোস্টটি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে ডিলেট করে দিয়েছেন তানজিন তিশা। এর আগে তিন ঘণ্টা পর্যন্ত পোস্টটি তার ফেইসবুকে দেখা যায়। ক্ষমা চাওয়ার পাশাপাশি তার অভিনয় জীবনে এগিয়ে যাওয়ার পেছনে সাংবাদিকদের অবদান থাকার কথাও স্বীকার করেন ওই পোস্টে।

তানজিন তিসা ক্ষমা চাওয়া পোস্ট

এর আগে হঠাৎ অসুস্থ হয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন এই অভিনেত্রী। পরদিন বিকালে সুস্থ হয়ে বাসায়ও ফেরেন। মাঝের সময়টুকুতে সামাজিক মাধ্যমে রটে যায় ‘প্রেম বিষয়ক ঘটনায় আত্মহত্যার চেষ্টা করেছিলেন’ তিনি। এটা নিয়ে সংবাদমাধ্যমে বিস্তর সংবাদ প্রকাশ হয়। পরে তিনি এটি অস্বীকার করেন। বাসায় ফেরার পর ফেইসবুকে পোস্টে তিশা সেদিন লিখেছিলেন, ফুড পয়জনিংয়ের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রেম নিয়ে ছড়ানো গুঞ্জনকে বললেন ‘ভুল নিউজ’ বলে দাবি করেন প্রেম নিয়ে বারবার সমালোচিত হওয়া এই অভিনেত্রী। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এটা নিয়ে ফেইসবুক লাইভেও কথা বলেন তানজিনা তিশা। একটি সংবেদনশীল বিষয় নিয়ে কথা হচ্ছে, এটা মেনে নিতে পারছেন না, তাই জবাব দেওয়া উচিত ভেবে এই লাইভে আসেন বলে জানান।

লাইভে তিনি বলেন, আমি কেন আত্মহত্যা করবো ? যদি কোনোদিন দেখি আমার সঙ্গে কোনো অন্যায় হয়েছে, আমি তার প্রতিবাদ করব। কিন্তু আত্মহত্যা করবো না। এটা আমার পরিবারের শিক্ষা না। পরে এই বিষয়ে জানতে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক তিশাকে ফোন করলে ওই সাংবাদিককে তিনি দেখে নেওয়ার হুমকি দেন। এরপর তার এমন উদ্ধত্বপূর্ণ মন্তব্য নিয়ে সমালোচনা ও বিতর্কের ঝড় ওঠে। সামাজিক মাধ্যমে প্রতিবাদ করেন বিনোদন বিটের সাংবাদিকরা। এদিকে, ক্ষমা চাওয়ার পোস্ট ডিলেট করে দেওয়ায় তিশাকে নিয়ে নতুন করে সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

এই প্রেক্ষিতে শনিবার দুপুরে ক্ষমা চেয়ে দেওয়া ফেইসবুক পোস্টে তানজিন তিশা লিখেছিলেন, বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত ওপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। সেদিন উত্তেজিত হয়ে মন্তব্য করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি যা আসলে ইনটেনশনালি ছিলো না। সাংবাদিকদের প্রতি সম্মান রয়েছে উল্লেখ করে তিশা বলেন, সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই – আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সন্মান সমসময়ই ছিল এবং থাকবে।

ক্ষমা চেয়ে তিশা তার ওই ফেসবুক পোস্টে আরও লিখেছিলেন, আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবার উদ্দেশ্যে আমার একটাই কথা আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতদূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments