Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেটহরতালের প্রভাব নেই সিলেটে!

হরতালের প্রভাব নেই সিলেটে!

 

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন আজ সোমবার সিলেট নগরীতে হরতালের কোন প্রভাব নেই। দুপুর ১টা থেকে ২:১৭ মিনিট পর্যন্ত জিন্দাবাজার পয়েন্টে দীর্ঘ সময় ছিলো যানযট। হরতালের প্রভাব নেই সিলেটে নগরীতে শান্ত রয়েছে সিলেটের পরিবেশ।

এছাড়াও নগরীর বন্দরবাজার, লামাবাজার ও চৌহাট্টা, মদিনা মার্কেট, আম্বরখানাসহ নগরীর বাহিরের সব যায়গায় স্বাভাবিক ভাবে চলছে যানবাহন।

দুই -তিনটি অপ্রীতিকর ঘটনা ব্যতীত বড় ধরনের কোন খবর পাওয়া যায়নি। সোমবার সকালে দক্ষিণ সুরমার তেলিবাজারে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে পিকেটিং ও ভাঙচুর করে ছাত্রদল।এ সময় পুলিশ আব্দুস সামাদ নামে এক ছাত্রদল নেতাকে আটক করে।

এর আগে সকাল সাড়ে সাতটায় সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকায় যুবদল বিক্ষোভ মিছিল করে। এ সময় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এ ছাড়া সকাল নয়টায় নগরের উপশহর পয়েন্ট এলাকায় মিছিল ও ট্রাক ভাঙচুর করেন পিকেটাররা।

সরেজমিনে দেখা যায়, সিলেট-ঢাকা মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অন্যন্য দিনের রয়েছে যানবাহন চলাচল। চলছে দুরপাল্লার বাসও। সিলেট নগরীর পরিবেশ স্বাভাবিক রয়েছে। অন্যান্য দিনের মতোই যানজট, কর্মব্যস্ত সাধারণ মানুষ। নগরীর বিভিন্ন ধরনের মার্কেট বিপণীবিতান সকালের দিকে কিছুটা কম খোলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে খুলতে শুরু করেছে প্রায় সবগুলো মার্কেট বিপণীবিতান।

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সিলেটের বিভিন্ন আঞ্চলিক সড়ক ছাড়াও ঢাকার বাস ছেড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়াও সকাল থেকে বেশ কিছু দুরপাল্লার বাস সিলেটে এসে প্রবেশ করছে বলেও জানান তারা।

সোমবার সকাল থেকে সরেজমিনে বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা, হুমায়ুন রশিদ চত্বর ও চন্ডিপুলসহ শহরে বাহিরের উপজেলা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও বিজিপিসহ অন্যান্য বাহিনীর তৎপরতাও রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments