Friday, November 22, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জ ২ আসনে নৌকার মনোনয়ন কিনলেন এড. সুবীর নন্দী দাস

সুনামগঞ্জ ২ আসনে নৌকার মনোনয়ন কিনলেন এড. সুবীর নন্দী দাস

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ নভেম্বর শনিবার সকাল থেকেই মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ ২ (দিরাই শাল্লা ) আসনে প্রার্থী হতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন শাল্লার কৃতি সন্তান সুপ্রীম কোর্টের তরুন আইনজীবি সাবেক ছাত্রনেতা ও

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সহ- সম্পাদক

এডভোকেট সুবীর নন্দী দাস।

 

রবিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।

 

মনোনয়ন ফরম উত্তোলন কালে সুবীর নন্দী দাস বলেন, ‌’‌প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজের সহযোগী হয়ে অবহলিত ভাটির জনপদ দিরাই-শাল্লাকে কে স্মার্ট আসন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। এ কারণেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় পারিবারিকভাবেই রাজনীতির সাথে যুক্ত আছি। আমি বিশ্বাস করি দলের প্রতি আমার অবদানের কথা বিবেচনায় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন।’

 

 

তিনি আরও বলেন, ‌’প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় সাধারণ মানুষ আজ নানান সুযোগ-সুবিধা পাচ্ছেন। বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারের মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। জনগণের ভাগ্য পরিবর্তন করে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার অগ্রণী ভূমিকা আছে। আর বর্তমান দেশের উন্নয়নের গতিশীলতা জনগণের কাছে দৃশ্যমান। দেশের উন্নয়নে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

 

এসময় সুবীর নন্দী দাস দিরাই শাল্লা বাসী সহ সবার কাছে আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments