Sunday, November 24, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগদ্বিতীয় দিনে আ. লীগের মনোনয়ন ফরম নিয়েছেন ১২১২ জন

দ্বিতীয় দিনে আ. লীগের মনোনয়ন ফরম নিয়েছেন ১২১২ জন

 

বিশেষ প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোয়ন পেতে আরো ১ হাজার ১১২ জন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে সরাসরি বঙ্গবন্ধু এভিনিউ থেকে ফরম কিনেন ১ হাজার ১৮০ জন। বাকি ৩২ জন অনলাইনের মাধ্যমে ফরম নিয়েছেন। এতে আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা।

 

 

দুই দিনে মোট ফরম বিক্রির হয়েছে দুই হাজার ২৮৬টি।

আজ রবিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এই তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

 

তিনি বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনেও প্রার্থীর অংশগ্রহণ বেড়েছে।

 

 

আমরা প্রত্যাশা করি, এই দুই দিনের তুলনায় আরো বেশি বা সমপরিমাণ মনোনয়ন ফরম আগামী দুই দিনে বিক্রি হবে।

গতকাল শনিবার প্রথম দিনেই ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়।

 

মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত।

এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। মনোনয়ন ফরম বিক্রি শেষ হলে দলের মনোনয়ন বোর্ড যাচাই বাছাই শেষে ৩০০ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments