Friday, November 8, 2024
Homeজাতীয়গাছের পাতা ছুইলেই মৃত্যু

গাছের পাতা ছুইলেই মৃত্যু

সিলেটের কাগজ ডেস্ক:::

কেউটে-গোখরোর থেকেও বিষাক্ত এই গাছ, ছুঁলেই বিষক্রিয়া, চিনে নিন ‘সুইসাইড প্লান্ট’কে
গাছটির কোনও অংশ একটু ছুঁয়ে দিলেই সর্বনাশ ! বিষক্রিয়া এতটাই তীব্র যে মানুষ মৃত্যুভিক্ষা করবেন। এই কারণেই গাছটিকে ‘সুইসাইড প্লান্ট’-ও বলা হয়।

বৈচিত্র্যময় প্রাণীজগত! প্রতিটা বাঁকে, আনাচেকানাচে কত না রহস্য! পৃথিবীতে প্রায় এক মিলিয়ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী রয়েছে। আমেরিকার রয়্যাল বোটানিক গার্ডেন-এর গবেষকরা জানিয়েছেন, বিশ্বে প্রায় ৩৯১,০০০ প্রজাতির ভাসকিউলার প্লান্ট রয়েছে। এর মধ্যে, ৩৬৯,০০০ টি ফুলের গাছ। কিছু গাছ রয়েছে যা জীবজন্তুদের জন্য অত্যন্ত বিষাক্ত। এমনই একটি গাছ হল জিমপাই-জিমপাই। অস্ট্রেলিয়ায় প্রথম এই গাছটি দেখা যায়। গাছটির কোনও অংশ একটু ছুঁয়ে দিলেই সর্বনাশ ! বিষক্রিয়া এতটাই তীব্র যে মানুষ মৃত্যুভিক্ষা করবেন। এই কারণেই গাছটিকে ‘সুইসাইড প্লান্ট’-ও বলা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments