Sunday, November 24, 2024
Homeরাজনীতিবিএনপিগোলাপগঞ্জ পৌর ছাত্রদলের নব-আহ্বায়ক কমিটিকে গঠন : ছাত্রদলের একাংশের কমিটি বাতিলের দাবী

গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের নব-আহ্বায়ক কমিটিকে গঠন : ছাত্রদলের একাংশের কমিটি বাতিলের দাবী

গঠনতন্ত্র অবকাঠামো লঙ্ঘন করে নিজ বলয়ে গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক দায়িত্ব প্রদান।ছাত্রদলের একাংশের দাবী অনিয়মতান্ত্রিক পদবী বাতিলের জন্য।

প্রেসবিজ্ঞপ্তি : গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক নব-গঠিত আহ্বায়ক কমিটি গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে বাতিলের দাবী তুলেছেন ছাত্রদলের একাংশ। নিয়মবহির্ভূত ও পটকল না মেনে ভারপ্রাপ্ত-আহ্বায়ক কমিটি প্রদানে প্রতিবাদ জানিয়েছেন পৌর ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীদের একাংশ। সিলেট জেলা ছাত্রদলের সভাপতি বা ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে কেউ না থাকলেও গোলাপগঞ্জ পৌর ছাত্রদল কমিটি নিয়ে নেতৃবৃন্দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

জানা যায়, বিগত ৮ নভেম্বর ২০২০ সালে গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। নোটিশে ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিলেও প্রায় ৩ বছরেও পূর্ণাঙ্গ কমিটি পায়নি পৌর ছাত্রদল।
সর্বশেষ গত ১৩ নভেম্বর ২০২৩ সিলেট ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের সিদ্ধান্তে ও জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত নোটিশে নিজ বলয়কে সুসংগঠিত করার লক্ষে নিয়মবহির্ভূত করে ভারপ্রাপ্ত আহবায়ক অনুমোদন দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত আহবায়ক নিয়ে পৌর ছাত্রদলের মধ্যে বিভাজনের সৃষ্টি হয়েছে।

২০২০ সালের সিলেট জেলা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত আহ্বায়ক কমিটিতে তারেক আহমদ চৌধুরীকে আহ্বায়ক ও ফয়ছল ইসলামকে ১ম যুগ্ম আহ্বায়ক করে ২০ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছিল, যা ছিল সম্পূর্ণ গঠনতন্ত্র মুলক। তারেক আহমদ চৌধুরী দেশের বাহিরে সংগঠন কে সুসংগঠিত করার লক্ষে পটকলনুযায়ী ১ম যুগ্ম আহ্বায়ক কে ভারপ্রাপ্ত আহ্বায়ক হওয়ার কথা ছিল। পাশাপাশি আহ্বায়ক বা পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে অনুমোদন দেয়া হয়ে থাকে।নিয়মবহির্ভূত ও গঠনতন্ত্রের অবকাঠামো না মেনে শুধু মাত্র জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত ও সহ-দপ্তর সম্পাদক স্বাক্ষরিত নোটিশে ১ম যুগ্ম আহ্বায়ক বাদ দিয়ে ২য় যুগ্ম আহ্বায়ক সুহেদ আহমদকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দিয়ে অনুমোদন প্রদান করা হয়েছে, যা গঠনতন্ত্র লঙ্ঘন বলে মনে করছেন পৌর ছাত্রদলের একাংশ।

এ বিষয়ে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়ছল ইসলাম প্রতিবেদককে জানান, প্রথম যুগ্ম আহ্বায়ক আমি হওয়ার পরও আমার বিপরীতে অন্য জনকে ভারপ্রাপ্ত আহবায়ক করা হয়েছে।

বর্তমানে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি – ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্বে না থাকায়,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার নিজ বলয়ে নিয়মবহির্ভূত করে ভারপ্রাপ্ত আহবায়ক অনুমোদন দিয়েছেন।
আমরা শীর্ঘই পৌর ছাত্রদলের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভার মাধ্যমে প্রতিবাদ জানাব। নব-আহ্বায়ক কমিটিকে পৌর ছাত্রদলের সকল নেতৃবৃন্দরা মিনে নেন নি। পাশাপাশি তারা নব-কমিটি বাতিলের দাবিতে জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments