Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগপ্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ ন্যায্য মূল্যে সবজি বিক্রি করবে

প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ ন্যায্য মূল্যে সবজি বিক্রি করবে

বিশেষ প্রতিনিধি::

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের ক্ষেত থেকে সবজি কিনে তা ন্যায্য মূল্যে বিক্রি করবে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্ততিতে এ তথ্য জানানো হয়।

এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়-কলেজ-মাদরাসা-স্কুলে পড়া ছাত্রলীগের কর্মীরা ক্লাস-পরীক্ষা শেষে পাড়া-মহল্লায় আর মেডিক্যাল কলেজ-ইঞ্জিনিয়ারিং-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রলীগ কর্মীরা শহর-গ্রামের প্রতিটি মোড়ে সবজি বিতরণ করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা জানি রাজনীতির নামে সন্ত্রাস করে, মানবতার নামে মানুষ হত্যা করে, ভোটের নামে ভাতের থালায় টান দিয়ে, বর্জনের নামে বিসর্জন দিয়ে, সমতার নামে সম্পদ ধ্বংস করে, গণতন্ত্রের নামে হরতাল-অবরোধ দিয়ে, দেশ বিক্রি করে হলেও ক্ষমতায় যাবার লোভে-ক্রোধে বিএনপি-জামায়াত চক্র দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে।

এর পাশাপাশি বিশ্ব মোড়লরা যুদ্ধ বাধিয়ে, হামলা করে, নিষেধাজ্ঞা দিয়ে, তেল-গ্যাসের মূল্য বৃদ্ধি করে, মুদ্রামান কমিয়ে মূল্যস্ফীতি বাড়িয়ে পৃথিবীব্যাপী যে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে তা থেকে এ দেশের জনগণ বিচ্ছিন্ন নয়।’
এমতাবস্থায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা সরাসরি কৃষকের ক্ষেত থেকে সবজি কিনে তা ন্যায্য মূল্যে বিতরণ করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান কালের কণ্ঠকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের মাঠ থেকে সবজি কিনে তা ন্যায্য মূল্যে বিক্রি করবে। বাজারমূল্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত, দ্রব্যমূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন আমাদের সর্বোচ্চ অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments