Friday, November 8, 2024
Homeখেলাধুলাক্রিকেটপাঁচ মাস বেতন পান না বাংলাদেশের নারী ক্রিকেটাররা

পাঁচ মাস বেতন পান না বাংলাদেশের নারী ক্রিকেটাররা

খেলাধুলা প্রতিদিন:

ছেলেদের ক্রিকেট হতাশা ছড়ালেও বাংলাদেশের নারী ক্রিকেটাররা এখন নিয়মিত সাফল্য পাচ্ছেন। সদ্যই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছেন নিগার সুলতানা জ্যোতিরা।

কিন্তু এত সাফল্যের মাঝেও হতাশাজনক খবর হচ্ছে, পাঁচ মাস বেতন পাচ্ছেন না তারা।

গত জুনে জাতীয় দলের নারী ক্রিকেটারদের ২০ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

কিন্তু সেই ঘোষণার পর পাঁচ মাস কেটে গেলেও বাস্তবায়ন করা হয়নি। এমনকি আগের বেতনও পাচ্ছেন না জ্যোতি-সালমারা।

নারী ক্রিকেটারদের মধ্যে বেতন ইস্যুতে আক্ষেপ বিরাজ করলেও কেউ বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। তবে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেতন বন্ধের কারণও জানানো হয়নি বিসিবির তরফ থেকে।

আবার কেউ কেউ বিষয়টি নিয়ে বাইরে আলোচনার করছেন, এমন অভিযোগ নিয়েও সতর্ক অবস্থানে বিসিবি।

কেন নারী ক্রিকেটারদের বেতন বন্ধ রয়েছে? এমন প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন বলেন, ‘অন্য কোনো ইস্যু এখানে নেই। (কেন্দ্রীয় চুক্তির) তালিকা চূড়ান্ত করার কাজ বাকি ছিল, তাই দেরি হচ্ছে। আমরা খুব শিগগিরই হয়তো দিয়ে দেবো। ‘

বছরের শেষ পর্যায়ে এসে তালিকা তৈরির কাজ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সব ঠিক আছে। তালিকার কাজ প্রক্রিয়াধীন। চূড়ান্ত হয়ে গেলে দিয়ে দেবো। ‘ তবে বিসিবির নারী বিভাগের এক কর্মকর্তা দায় স্বীকার করে বলেন, ‘এটা (বেতন না দেওয়ার বিষয়টি) আমাদের খোঁজ রাখা উচিত ছিল। আমাদের দায় আছে। দুই-একদিনের মধ্যেই হয়তো সুরাহা হয়ে যাবে। ‘

বিসিবি ক্রিকেটারদের জন্য এক বছরের কেন্দ্রীয় চুক্তি করে। বর্তমান চুক্তিতে আছেন ২৫ জন ক্রিকেটার। তাদের ২০ শতাংশ বেতন বাড়ানোর কথা ছিল আরও আগেই। এমনকি কয়েকজন ক্রিকেটারের বেতন রাউন্ড ফিগার করতে কিছু অর্থ যোগ করার কথাও ছিল।

 

নারী ক্রিকেটারদের বেতন সর্বোচ্চ ১ লাখ টাকা, সর্বনিম্ন ৩০ হাজার। যা ছেলেদের তুলনায় নগণ্য। তারপরও জুনের পর থেকে বেতন বন্ধ এবং এর কারণটাও মেয়েদের জানানো হয়নি। এ নিয়ে প্রশ্ন করলে নারী বিভাগের ওই কর্মকর্তা বলেন, ‘চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। আমরা তৈরি করে বোর্ডে জমা দিলেও অনুমোদন করা হয়নি এখনও। এ কারণেই জটিলতা দেখা দিয়েছে। ‘

এদিকে বেতন বন্ধ থাকলেও মাঠে ঠিকই পারফর্ম করছেন নারী ক্রিকেটাররা। গত জুলাইয়ে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ড্র করার পর পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতেন জ্যোতিরা। সবমিলিয়ে শেষ ৮টি ওয়ানডের ৪টিতেই জয় তুলে নিয়েছেন টাইগ্রেসরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments