Saturday, November 23, 2024
Homeঅন্যান্যকৃষিবানিয়াচংয়ে বিনামূল্যে বীজ ও সার প্রণোদনা কর্মসূচি অনুষ্ঠিত

বানিয়াচংয়ে বিনামূল্যে বীজ ও সার প্রণোদনা কর্মসূচি অনুষ্ঠিত

 

শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ

“কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২০২৩- ২৪ অর্থ বছরে রবি / ২০২৩-২৩ মৌসুমে রবি শস্য (গম. ভুট্টা. সূর্যমুখী. চীনাবাদাম ও মসুর ) প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

 

শনিবার (১১ নভেম্বর) বিকাল তিনটায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা পরিষদের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি , রাজনৈতিক নেতৃবৃন্দ , কৃষক -কৃষাণীসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক জানান ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে বানিয়াচং উপজেলায় ১১৭০ জন কৃষকের মধ্যে জন প্রতি ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, সরিষা ২ কেজি, গম ২০কেজি, ভুট্টা ২ কেজি, সূর্যমুখী ১ কেজি, চিনা বাদাম ১০ কেজি, মসুর ৫ কেজি বিনামূল্যে বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments