Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগনবীগঞ্জে বিএনপির নেতা সরফরাজ চৌধুরী গ্রেফতার

নবীগঞ্জে বিএনপির নেতা সরফরাজ চৌধুরী গ্রেফতার

Mআসাদুজ্জামান আনোয়ারী, হবিগঞ্জ প্রতিনিধি।

নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক, সরফরাজ চৌধুরীকে গ্রেফতার এর প্রতিবাদে এবং পুলিশ কর্তৃক রাতের আধারে পুলিশের উপর বোমা বিস্ফোরন এর মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির সিনিয়র (যুগ্ম আহবায়ক) মুজিবুর রহমান সেফু, বিএনপি নেতা শাহিদ তালুকদার, পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়াসহ ১৫ নেতাকর্মীর উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিএনপি নেতা কর্মীরা।
শুক্রবার বিকেলে নবীগঞ্জ নতুন বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে ডাকবাংলো প্রাঙ্গনের সামনে এক পথসভায় মিলিত হন।
পথসভায় বক্তব্য রাখেন, মুজিবুর রহমান সেফু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, মজিদুর করিম মজিদ, বিএনপির নেতা, শাহিদ আহমদ তালুকদার,নূরুল গনি সোহেল, সোহেল আহমদ চৌধুরী রিপন, চুনু মিয়া (মেম্বার), হারুনুর রশিদ, মতিউর রহমান জামাল, আব্দুল বাছিত রাসেল, নবীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়া, উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, আল আমিন আহমদ, রাহয়ানুল বারী, সদস্য মনিরুল চৌধুরী, জাকির চৌধুরী, সামাদুল হক, আঃ রকিব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌহিদ চৌধুরী, মুহিত মিয়া কবির মিয়া, প্রমুখ।
এসময় বক্তরা বলেন আমরা গত বুধবারের কেন্দ্রীয় বিএনপির অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে ঢাকা-সিলেট মহাসড়ককে পালন করার সময় সকালে আওয়ামী লীগ পুলিশ লীগ আমাদের বাধা প্রদান করে আমাদের ব্যানার ও ২টি মোটর সাইকেল নিয়ে যায়।
এসময় আমাদের উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরীকে তারা আটক করে। ওইদিন রাতের আধারে পুলিশ নিজেরাই বোমা বিস্ফোরন ঘটিয়ে আমাদের ১৫ নেতাকর্মীদের উপর একটি বিস্ফোরক মামলা দায়ের করে। নেতারা ওই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, আমাদের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা প্রত্যহার করতে হবে ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments