Sunday, November 24, 2024
Homeখেলাধুলাক্রিকেটপ্রধান নির্বাচক পদে পরিবর্তন চান আশরাফুল

প্রধান নির্বাচক পদে পরিবর্তন চান আশরাফুল

 

ক্রীড়া প্রতিবেদক:

পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে কীভাবে হারাতে হয় সেটা অনেক আগে দেখিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। একটি বেসরকারি টিভি চ্যানেলের ধারাভাষ্যকার হয়ে নতুন ভূমিকায় তিনি এবার বিশ্বকাপে এসেছেন। বাংলাদেশের বিশ্বকাপ শেষ হওয়ার দুদিন আগে পুনেতে সাবেক অধিনায়ক আশরাফুল জানালেন, প্রধান নির্বাচক পদে পরিবর্তন আনা জরুরি।

 

এবারের বিশ্বকাপে ব্যাটিংয়ে চরমভাবে ভুগেছে বাংলাদেশ। টুর্নামেন্টজুড়ে কে কোথায়, কখন খেলবেন সেটা নিশ্চিত ছিল না। শেষ ম্যাচের আগে এনামুল হক বিজয়কে দলে যুক্ত করাটাকেও ভুল সিদ্ধান্ত বলে মনে করেন আশরাফুল। টানা সাত বছর প্রধান নির্বাচকের দায়িত্বে রয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর নায়ক আশরাফুল বলেন, ‘একজন ব্যক্তি একই পদে এতদিন ধরে আছেন, তার মাথা থেকে একই চিন্তা বের হবে, এটাই স্বাভাবিক।’ তিনি বলেন, ‘প্রধান নির্বাচক লম্বা সময় থাকার পদ নয়। খুব বেশি হলে তিন-চার বছর থাকা যায় এই পদে। এ সময় আমরা এতগুলো কোচ কেন তাহলে বদল করলাম।’

 

এদিকে আঙুলের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় দলে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়। শেষ ম্যাচে তাকে দলে ডাকা নিয়ে আশরাফুল বলেন, ‘বিজয় এসেছে চারদিনের ম্যাচ খেলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে থাকলেও সে যে

 

কতটা ভালো খেলবে, এ নিয়ে আমার সন্দেহ আছে। সে এই ফরম্যাট খেলে আসেনি। একই সঙ্গে সে অস্ট্রেলিয়ার মতো মানসম্মত বোলারদের বিপক্ষেও খেলেনি।’ তিনি বলেন, ‘এসব বিষয় নিয়ে আরও ভালো পরিকল্পনা করা উচিত।’

 

ঘরোয়া ক্রিকেট থেকে এখনো অবসর নেননি মোহাম্মদ আশরাফুল। তবে বিসিবি চাইলে নির্বাচকের পদে আসতে রাজি বাংলাদেশের সাবেক অধিনায়ক। তিনি জানান, ‘২৬-২৭ বছর ধরে ক্রিকেট খেলছি। ক্রিকেটের সঙ্গে থাকাই আমার ইচ্ছা। এ ধরনের সুযোগ এলে অবশ্যই আমি চিন্তা করব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments