Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেটগোয়াইনঘাটে তিন প্রতিষ্ঠানে সাড়ে ৯ কোটি টাকার ভবন উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ...

গোয়াইনঘাটে তিন প্রতিষ্ঠানে সাড়ে ৯ কোটি টাকার ভবন উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

 

গোয়াইনঘাট প্রতিনিধি, মতিউর রহমান (দুলাল)::

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৯ টা থেকে ডৌবাড়ী ইউনিয়নের হাকুর বাজার উচ্চবিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করবেন, গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের নবনির্মিত একাডেমিক ভবন এবং রুস্তুমপুর ইউনিয়নের গোরাগাম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের একাডেমিক ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইমরান আহমদ বলেন দেশে বর্তমান সরকারের আমলেই সর্বোচ্চ উন্নয়ন হয়েছে।

এই ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান। সিলেট জেলা পরিষদ সদস্য ও হাকুর বাজার উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুবাস দাসের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সয়ফুল আলম আবুল এবং উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ছালেহ আহমদের যৌথ পরিচালনায় হাকুর বাজার উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাকুর বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগের উপদেষ্টা সদস্য ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আছলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক,ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সভাপতি সুফিয়ান আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শাহজাহান সিদ্দিক সাবুল, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদ আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা তাতীলীগের সভাপতি দীপক চক্রবর্তী নান্টু, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য নিজাম উদ্দিন প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments