Friday, November 8, 2024
Homeঅপরাধপুলিশের দাবি: জব্দ করা ৬০ বোতল মদ খেয়ে ফেলেছে ইঁদুর

পুলিশের দাবি: জব্দ করা ৬০ বোতল মদ খেয়ে ফেলেছে ইঁদুর

সম্প্রতি একটি পুলিশি অভিযানে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করেছিল মধ্য প্রদেশ পুলিশ। আইনি প্রক্রিয়ার কারণে তা পরে আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু সেটি না করে বিচারকদের সামনে আজব দাবি করলেন ‘অসহায়’ পুলিশ সদস্যরা।

তাদের দাবি, ওই মদ খেয়ে ফেলেছে একদল ইঁদুর। প্রমাণস্বরূপ একটি ইঁদুরকে আটকও করেছেন তারা! বাকিগুলো এখনো পলাতক

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, কিছুদিন আগে মধ্য প্রদেশের ছিন্দওয়াড়া জেলার কোতোয়ালি থানার পুলিশ একটি অভিযানে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার ও এর সঙ্গে জড়িত অভিযোগে একজনকে গ্রেফতার করে।

পুলিশ বলেছে, জব্দ করা মদের বোতলগুলো থানার গুদামে রাখা হয়েছিল। কিন্তু ইঁদুরের দল মনের আনন্দে সেগুলো খালি করে দেওয়ায় এখন চরম বিপাকে পড়েছেন তারা। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে দেখানোর মতো প্রমাণ যে তাদের হাতে আর নেই।

এ অবস্থায় ফাঁদ পেতে একটি ইঁদুর আটক করেছেন পুলিশ সদস্যরা। তাদের দাবি, ইঁদুর শুধু মদের বোতলই নয়, অন্য গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করেছে।

কেবল ছিন্দওয়াড়ার ওই থানায়ই নয়, আশপাশের অন্য সরকারি দপ্তরগুলোও ইঁদুরের উৎপাতে জেরবার। স্থানীয় জেলা হাসপাতালেও প্রতি বছর লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছে ইঁদুর ধরার জন্য।

সূত্র:দৈনিক সংবাদ প্রতিদিন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments