Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেটগোয়াইনঘাট ছাত্র পরিষদের শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

গোয়াইনঘাট ছাত্র পরিষদের শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

 

গোয়াইনঘাট প্রতিনিধি, মতিউর রহমান (দুলাল): সিলেটের গোয়াইনঘাট উপজেলার অরাজনৈতিক সর্ববিহৎ

সামাজিক ছাত্র সংগঠন গোয়াইনঘাট ছাত্র পরিষদের আয়োজনে উপজেলার আলীরগাঁও কলেজে এক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৯নভেম্বর) সকাল ১১ টায় “মেধা ও প্রতিভাকে বিকশিত করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে শিক্ষার্থীদের করণীয় শীর্ষক এক সেমিনার” অনুষ্ঠিত হয়।

 

গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি শিব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মুছলেহ উদ্দিন মুনাঈম এর সঞ্চলনায় কলেজের শতাধিক শিক্ষার্থী নিয়ে সেমিনারটি সম্পন্ন হয়।

 

সেমিনারে ‘জ্ঞানার্জন ও সততা’ বিষয়ে আলোচনা করেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো: আতাউর রহমান। ‘স্বপ্ন দেখি, বাস্তবায়ন করি’ বিষয়ে আলোচনা করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ঢাকা এর সহকারী অধ্যাপক ড. মো: কামাল উদ্দিন। ‘শিক্ষা জীবনের প্রতিটি ধাপ: করণীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা করেন বিয়ানীবাজার সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো: সিরাজ উদ্দিন।

 

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ হাসান ফাহিম। বক্তব্য রাখেন আলীরগাঁও কলেজের প্রভাষক মো: এনামুল হক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সৌরভ, সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক সেলিম আহমদ, কলেজ শিক্ষার্থী খায়রুল ইসলাম ও কলি রাণী দে।

 

বক্তব্যে আলোচকরা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রদক্ষেপ নিয়ে আলোচনা করেন। ভালো ফলাফল করে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ধারাবাহিক পরিকল্পনা প্রদান করেন। প্রত্যন্ত এলাকায় থেকে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে করণীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা করেন।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ।

 

এসময় উপস্থিত ছিলেন, আলীরগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবা সুলতানা মনি, প্রভাষক তাপস চন্দ্র দাস, মো: জাহিদ আহমদ, আফজাল হোসেইন, আবু তাহের, শামীমা বেগম, তাজ উদ্দিন, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক উপ স্বাস্থ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, ইমরান আহমদ, তারেক অর রশীদ, খালেদ আহমদ, এখলাস উদ্দিন, রায়হান আহমদ সহ প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments