মিজানুর রহমান (লাভলু)কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাটে চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান চালিয়ে ১৪৫ কেজি ভারতীয় চিনি জব্দ করেছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এর নেতৃত্বে চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযান চালানো হয়।
এ সময় উপজেলার গেইটের মেইন সড়কে অভিযান চলাকালে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা অটোরিক্সা (সিএনজি) ভর্তি ভারতীয় চিনির গাড়ী ফেলে পালিয়ে যায়। পরে অটোরিক্সা সিএনজি সহ ১৪৫ ভারতীয় চিনি উদ্ধার করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসা হয়। ,বিজিবি ও থানা পুলিশের উপস্থিতিতে আটককৃত চিনি প্রকাশ্যে সরকারী ভ্যাট সহ নিলামে ১৪ হাজার ৭৯০ টাকা বিক্রি করা হয়।আটককৃত অটোরিক্সা (সিএনজি) গাড়ী জব্দ করার পর গাড়ী চালক ভূমি অফিসে উপস্থিত হয়ে ভবিষ্যতে কখনো চোরাচালান পণ্য পরিবহন করবে না মর্মে মুচলেকা দিলে জব্দকৃত গাড়ীসহ তাকে ছেড়ে দেন উপজেলা ভূমি কর্মকর্তা।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ জানিয়েছেন, চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।