বিশেষ প্রতিনিধি।
ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারের উত্তরপাশে বৌলাম গ্রামের সামনে ৭ নভেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ঠিকাদার কর্তৃক রাস্তার পাশের সরকারি গাছ কর্তনের ঘটনা ঘটে । উক্ত অভিযোগের ভিত্তিতে সরেজমিনে দেখা যায়, বন বিভাগ এবং স্থানীয় বনবিভাগ সমিতির কাউকে অবগত না করেই গাছগুলো কর্তন করা হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় বন বিভাগ সমিতির সভাপতি প্রাক্তন চেয়ারম্যান সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, উক্ত গাছ কাটার ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদার আমাকে এবং আমাদের সমিতির কাউকে কিছু জানায়নি ।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ভাঙা বেইলি ব্রিজ পুনঃনির্মাণের জন্য সংশ্লিষ্ট ঠিকাদার কিছুদিনের মধ্যেই কাজ শুরু করার কথা রয়েছে। বিকল্প রাস্তা তৈরি করার জন্য রাস্তার পাশের গাছগুলো কর্তন করা হচ্ছে।
এ ব্যাপারে বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনামগঞ্জ এস এফ এন টি সি দ্বীন ইসলাম সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান , বৌলাম গ্রামের সামনে রাস্তার পাশের সরকারি গাছ কর্তনের ব্যাপারে উক্ত টিকাদার আমাদের কাছ থেকে অনুমতি চাইনি।
তিনি আরো জাননন, বন বিভাগের অনুমতি ছাড়া কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারী গাছ কর্তন করতে পারে না।
এ ব্যাপারে বন বিভাগের ওই কর্মকর্তা সাথে সাথে ফরেস্টার আনিসুর রহমান কে পাঠিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং গাছগুলো জব্দ করে আইনী ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছেন বলে আমাদেরকে জানান ।
উক্ত ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট ঠিকাদার( মৃনাল কান্তি) কাছে মুঠোফোনে উক্ত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন, “এগুলো বনবিভাগের গাছ না। বনবিভাগকে জানাতে চাইলে আপনি গিয়ে জানান। আপনার তো আমাকে ফোন দেওয়ার রাইট নেই। আমি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক। আপনি আমাকে জিজ্ঞাসা করার কে ? রাস্তার পাশে গাছ কাটলে ফরেস্ট অফিসারদের অনুমতি লাগে না।”
এ প্রতিবেদন লেখার আগমুহূর্ত গাছকাটা অব্যাহত রয়েছে ।