Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগলাখাইয়ে বিনামূল্যে সার, বীজ বিতরণ, প্রধান অতিথি এমপি আবু জাহির

লাখাইয়ে বিনামূল্যে সার, বীজ বিতরণ, প্রধান অতিথি এমপি আবু জাহির

আসাদুজ্জামান আনোয়ারী: (লাখাই) প্রতিনিধি।

সোমবার (৬ নভেম্বর) লাখাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২০২৩- ২০২৪ অর্থ বছরে গম,ভুট্টা, সরিষা,সূর্যমুখী,চিনাবাদাম ও মসুর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ করা হয়েছে ।

দুপুরে উপজেলা হ্যালিপ্যাড মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর এর সভাপতিত্বে এবং উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর – লাখাই – শায়েস্তাগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান।

আলোচনায় অংশ নেন লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, করাব ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কুদ্দুস, মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহ সভাপতি এম এ ওয়াহেদ,গীতাপাঠ করেন মোহন দাস।

কৃষকদের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ সদর – লাখাই – শায়েস্তাগন্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার সময়ে লাখাইয়ের সামগ্রিক উন্নয়ন সাধিত হয়েছে। এক সময়ে পিছিয়ে পড়া লাখাই এখন আলোকিত হয়েছে।

বর্তমান সরকার কৃষি বান্ধব সরকারের গনমুখী নীতিমালা অনুসরণ করে কৃষিতে নিরব বিপ্লব ঘটিয়েছে।দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ন।বর্তমান সরকার কৃষকদের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপজেলার ৪ টি ইউনিয়ন এর মোট ৬ হাজারেরও বেশি কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments