Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জআজমিরীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

আজমিরীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ

 

হবিগঞ্জে ৫ই নভেম্বর রোজ রবিবার সকাল প্রায় ১১ ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে রবি শস্য গম, ভূট্টা,সরিষা,সূর্যমুখী,চিনা বাদাম ও মসুর ডাল আবাদ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -২, আজমিরীগঞ্জ -বানিয়াচং আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা পরশ পাথর। কৃষক হল বাংলাদেশের প্রান। আমাদের সরকার কৃষি বান্ধব সরকার কৃষি বিভাগ যান্ত্রিকীকরন করা হয়েছে যার কারণে কৃষকরা উন্নত হয়েছে।কৃষি খাতে কোটি কোটি টাকা দিয়েছে আজকে কৃষক ব্যাবসায়ীতে পরিবর্তিত হয়েছে।বাংলাদেশ সৃষ্টি থেকেই কৃষি প্রধান দেশ কৃষির উপর নির্বরশীল কোন সরকার কৃষকের উন্নতি ঘটাতে পারে না পেরেছ আওয়ামী সরকার এখন কৃষক সারের পিছনে ঘুরে না, সার কৃষকের পিছনে ঘুরে। বর্তমান সরকারই পারে দেশের উন্নয়ন করতে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মইজ তিনি জানান আজকে ৮০০ জনকে সার ১০৭৫ জনের আওতায় ৭১১০ হেক্টর, ৩৮৮হেক্টর জমি ক্ষতি গ্রস্ত।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, সাবেক জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান

উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ, জাহিদ হাসান জীবন ,সভাপতি জাতীয় শ্রমিক লীগ,আজমিরীগঞ্জ উপজেলা। তোফাজ্জল আহমেদ অনিক সাধারণ সম্পাদক ,,আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও দলীয় নেতৃবৃন্দ সহ প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments