গোয়াইনঘাট প্রতিনিধি, মতিউর রহমান (দুলাল)::
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এম.পি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রায় সাড়ে ১৫ কোটি টাকা ব্যয়ে স্থাপিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন।
তিনি শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় আড়াই কোটি টাকা ব্যয়ে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের সারীঘাট – গোয়াইনঘাট রাস্তার আঁটলিহাই – নাইন্দা হাওর রাস্তার সাড়ে ৩ কিলোমিটার সড়কের সংস্কারকাজের ভিত্তিপ্রস্থর করেন। সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে পূর্ব আলীরগাঁও ইউনিয়নের বারহাল ফাজিল মাদরাসার একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
তিনি বিকেলে ১ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সালুটিকর-গোয়াইনঘাট রাস্তায় বঙ্গবীর সেতুর উদ্বোধন করেন। ১ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে সালুটিকর-গোয়াইনঘাট সড়কে তোয়াকুল সিএনজি স্টেশনের সেতুর উদ্বোধন করেন। এছাড়া বিকাল সাড়ে ৪ টায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সালুটিকর- গোয়াইনঘাট সড়কের নওয়াগাওঁ সেতুর শুভ উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল আহমদ আমিরুল, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ওমর আলী, উপজেলা যুবলীগের আহবায়ক সদস্য তাজ উদ্দিন, তোয়াকুল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারনসম্পাদক মুজিবুর রহমান,
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রিপন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দিন, নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী সভাপতি মোঃ সিরাজ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিছবাহ আহমদ , গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সভাপতি সুফিয়ান আহমদ, সিনিয়র সহসভাপতি তমিজুর রহমান, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা মাসুক আহমদ, যুবলীগ নেতা নাহিদ, উপজেলা ছাত্রলীহের সহ-সভাপতি জগদীশ দেব, এলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা আবুল কালাম, ইকবাল হোসেন, গুলজার হোসেন, কামরুজ্জামান, যুবায়ের আহমদ, সাইদুর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ।