Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারকমলগঞ্জে জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা

কমলগঞ্জে জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা

 

 

 

মৌলভীবাজার প্রতিনিধি:

 

“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র‌্যালী ও আলোচনা সভা।

 

শনিবার ৫ নভেম্বর বেলা ১২টায় কমলগঞ্জ উপজেলা সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দের আয়োজনে এবং বিভিন্ন সমবায় সমিতির সহযোগিতায় র‌্যালী, জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দুই জন শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

 

 

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ানের সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান কামাল হোসেন, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু প্রমুখ।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সালিক আহমদ ভূঁইয়া।

 

এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ তিন শতাধিক লোক উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments