Friday, November 8, 2024
Homeঅপরাধসুনামগঞ্জের ধর্মপাশায় হরতাল পালন করতে গিয়ে রাস্তায় অবরোধ, নাসকতার চেষ্টা বিএনপির ৯...

সুনামগঞ্জের ধর্মপাশায় হরতাল পালন করতে গিয়ে রাস্তায় অবরোধ, নাসকতার চেষ্টা বিএনপির ৯ জন গ্রেপ্তার 

 

বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশায় হরতাল পালনকরতে গিয়ে রাস্তা অবরোধ করে নাসকতার চেষ্টা কারী বিএনপির ৯ জন নেতা কর্মীকে বৃহস্পতিবার সকাল১১ টায় গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

গ্রেপ্তার কারীরা হলেন মোঃ আব্দুল মোতালিব খান (৬২) (পদবী-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ধর্মপাশা উপজেলা শাখা), পিতা-মৃত হাজী মফিজ উদ্দিন, সাং-মুক্তারপুর, ইউপি- ৬নং সুখাইড় রাজাপুর দক্ষিণ, মোঃ আব্দুল হক (৫৪) (পদবী-সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ধর্মপাশা উপজেলা শাখা), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-টানমেউহারী, ইউপি-১নং ধর্মপাশা সদর, শওকত আলী বেপারী (৫০) পদবী-আহব্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ধর্মপাশা উপজেলা শাখা, পিতা-মৃত ইউনুছ আলী বেপারী, সাং-হলিদাকান্দা, ইউপি-১নং ধর্মপাশা সদর, মোঃ সাইফুল রহমান (কাঞ্চন) (৪৬) পদবী-সিনিয়র যুগ্ম আহব্বায়ক, যুবদল, ধর্মপাশা উপজেলা শাখা, পিতা-মৃত সাদেক মজুমদার, সাং-কান্দাপাড়া, ইউপি-১নং ধর্মপাশা সদর, মোঃ ইকবাল হোসেন (৩৮) পদবী-যুগ্ম আহব্বায়ক, যুবদল, ধর্মপাশা উপজেলা শাখা পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-উকিলপাড়া, ইউপি-১নং ধর্মপাশা সদর, মোঃ আবুল বাশার (৪০) পদবী-যুগ্ম আহব্বায়ক, যুবদল, ধর্মপাশা উপজেলা শাখা,পিতা-হাজী আফরোজ আলী, সাং-বাঘাউছা, ইউপি-৪নং জয়শ্রী, হুরুনুর রশিদ (৫০) পদবী-সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ধর্মপাশা উপজেলা শাখা,পিতা-মৃত আব্দুল আজিজ সরকার, সাং-বৌলাম, ইউপি-৩নং পাইকুরাটি, মোঃ ওবায়দুর রহমান মজুমদার (৩২), পদবী-আহব্বায়ক, ছাত্রদল, ধর্মপাশা উপজেলা শাখা, পিতা-মৃত-আঃ ছাদেক মজুমদার, সাং-কান্দাপাড়া, ইউপি-১নং ধর্মপাশা সদর, জুবায়ের আলম (৩৫) পদবী-সদস্য, যুবদল, ধর্মপাশা উপজেলা শাখা, পিতা-মোঃ আবুল মিয়া, সাং-ধর্মপাশা, ইউপি-১নং ধর্মপাশা সদর, সর্ব থানা-ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জ।

 

সুনামগঞ্জর ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিজানুর রহমান বলেন, নাসকতার চেষ্টা, রাজনৈতিক অবস্থার অবনতি ও এলাকায় আতংক ছড়ানোর দায়ে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments