Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটদ্বীনি শিক্ষা মুসলমানদের উপর ফরজ -করা হয়েছে ----- আলহাজ্ব আ ন ম...

দ্বীনি শিক্ষা মুসলমানদের উপর ফরজ -করা হয়েছে —– আলহাজ্ব আ ন ম ওহিদ কনা মিয়া 

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম। আমাদেরকে মহান আল্লাহ পাক

সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং নবীজীর সুন্নতের উপর আমল করার জন্য। তাই মুসলমান নামাজ আদায় করবে মসজিদে আর দ্বীন শিক্ষা করবে মাদ্রাসায়।সেই জন্য মুসলমানদের দরকার মসজিদ মাদ্রাসা। আজ ১ লা নভেম্বর বুধবার সিলেটের ৩৭ নং ওর্য়াডের বৃহত্তর টিলাগাও জামেয়া মোহাম্মদীয়া মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মসজিদে বেলাল রাঃ এর বৃত্তিপ্রস্তর কালে এসব কথা বলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও অএ প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব আ ন ম ওহিদ কনা মিয়া। প্রধান অতিথির বক্তব্যে জনাব কনামিয়া আরও বলেন, সকলের সম্মেলিত প্রচেষ্টায় একটি জাতি বিভিন্ন ক্ষেএে পরিবর্তন আনতে পারে যেমন আজকের এই মাদ্রাসা মসজিদের মাধ্যমে মুসলমানদের শিশুরা দ্বীনি শিক্ষা অর্জন করতে পারবে এবং এখান থেকে অনেকে হইত কোরআনের হাফেজ, মুফতি,মাওলানা হয়ে টিলাগাও সহ মাদ্রাসার সুনাম বয়ে আনবে।অতএব আসুন সকলের প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতার মাধ্যমে একটি দ্বীনি প্রতিষ্ঠান উন্নয়নের শিকড়ে পৌছাতে পারে।আসুন সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মোহতামিম মাওলানা জহুরুল হক, জাপা নেতা নুর হোসেন মোঃ আব্দুল্লাহ, হাজী মফিজ আলী, মাওলানা মুফতি ইহসামুল হক, ইন্জিনিয়ারি এম এ মালেক,হাজী সেজু মিয়া,আবু নছর,আব্দুর রাজ্জাক, তাহির আলী প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments