Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেটজৈন্তাপুর সীমান্তে পুলিশের অভিযানে  ৪টি ভারতীয় মহিষ,২৩টি গরু জব্ধ

জৈন্তাপুর সীমান্তে পুলিশের অভিযানে  ৪টি ভারতীয় মহিষ,২৩টি গরু জব্ধ

 

বিশেষ প্রতিনিধি:

জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম)’র দিক-নিদের্শনায়

জৈন্তাপুর সীমান্তে পুলিশ অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা ৪টি মহিষ,২৩টি গরু জব্ধ করেছে। এসময় ভারতীয় চোরাচালান ব্যবসার সাথে জড়িত অপরাধীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানাগেছে, ৩১ অক্টোবর ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার পুলিশ পৃথক ভাবে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে

৪টি ভারতীয় মহিষ, ২৩টি গরু উদ্ধার করেন।

জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) ভারতীয় মহিষ ও গরু আটকের তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও চোরাচালান বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে পুলিশ তৎপর রয়েছে। ভারতীয় মহিষ-গরু আটকের বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া শ্রীপুর সীমান্ত ফাড়িঁর বিজিবি মঙ্গলবার রাতে ভারতীয় বেশ কয়েক’টি মহিষ আটক করেছে বলে জানাগেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments